প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুরে হোমিও দোকান ও ডেন্টাল ক্লিনিককে ৩৫ হাজার টাকা জরিমানা
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে হোমিওপ্যাথি ও ডেন্টাল ক্লিনিক প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
২৪ জানুয়ারি বুধবার সকালে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টিম বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে। এ সময় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ হক হোমিও হলে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ঔষধের মেয়াদ উত্তীর্ণ তারিখ (২০২২) মুছে নতুন করে মেয়াদের তারিখের (২০২৬, ২০২৯) স্টিকার ঘাম দিয়ে লাগানো ঔষধের সন্ধান মিলে। মেয়াদোত্তীর্ণ ঔষধে স্টিকার লাগানোর অপরাধে হক হোমিও হলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সেবা মূল্য তালিকা না লাগানো ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে মাহফুজ ডেণ্টাল কেয়ারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এ ২টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন রুবেল। তাকে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।