প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
শাহরাস্তি উপজেলা সমাজকল্যাণ সোসাইটির শীতবস্ত্র বিতরণ
শাহরাস্তি উপজেলা সমাজকল্যাণ সোসাইটির পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ইঞ্জিনিয়ার মোঃ মজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় সোমবার সন্ধ্যায় সোসাইটির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেন সোসাইটির উপদেষ্টা সাইফুল করিম মিনার, সভাপতি তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ মাস্টার কামাল হোসেন, মাওঃ শরিফুল ইসলাম, আরিফুর রহমান সোহাগ ও ইমাম হোসেন। এ সময় সোসাইটির নেতৃবৃন্দ সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন এবং চুরি-ডাকাতি বন্ধে সচেতন থাকার অনুরোধ করেন।
এছাড়াও শাহরাস্তি পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমানের কার্যালয় উদ্বোধন ও ইঞ্জিনিয়ার মজিবুর রহমানের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।