রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

এমরান হোসেন লিটন ॥
সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের সরখাল ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থা। ২১ জানুয়ারি রোববার সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ২০২৪ সালের কার্যক্রম শুরু করে। সংস্থাটি প্রতিবছর কয়েক ধাপে এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে। শিক্ষা উপকরণ ছাড়াও এলাকার হতদরিদ্রদের মাঝে বিভিন্ন রকম সহযোগিতা ও সামাজিক কর্মকাণ্ডও করে যাচ্ছে।

সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার সভাপতি এমরান আহমেদ খান। আরো বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহকারী শিক্ষক আইয়ুব তালুকদার ও মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইলিয়াস মাস্টার, সংস্থার অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সহকারী আল আমিন মজুমদার, নুরুল ইসলাম খান, আহসান উল্লাহ ঢালীসহ অনেকে।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা তানজিল হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল কাদির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়