শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ আলম মুকুলের মৃত্যু ॥ নেতৃবৃন্দের শোক

ফরিদগঞ্জ ব্যুরো ॥
ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ আলম মুকুলের মৃত্যু ॥ নেতৃবৃন্দের শোক

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ফরিদগঞ্জ শাখার সাবেক সহ-সম্পাদক শাহ আলম মুকুল (৫৮) আর বেঁচে নেই। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কবি রূপসা গ্রামে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। বুধবার (১০ জানুয়ারি) জোহর নামাজের পর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দেশ ও মানুষের স্বার্থে ৯০-এর দশকে রাজপথের সক্রিয় সংগ্রামী নেতা শাহ আলম মুকুল মৃত্যুকালে স্ত্রী, ৪ কন্যাসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে ভিপি মুকুলের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক এমপি লায়ন মোঃ হারুন অর রশিদ, পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মশিউর রহমানের পরিচালনায় শাহ আলম মুকুলের জানাজার পূর্বে তার জীবনীর উপর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ নূর হোসেন, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, রূপসা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হোসেন মিন্টু পাওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান দুলাল, আব্দুল খালেক পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কাজী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়