প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
চরিত্রগঠন আন্দোলন দিবসে অঙ্গীকারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন
চরিত্রগঠন আন্দোলন দিবসে চাঁদপুর চরিত্রগঠন আন্দোলন পরিষদ নেতৃবৃন্দ চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকারে’র বেদিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। গতকাল ১ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৭ টায় শৈত্য প্রবাহকে পাশ কাটিয়ে ভোরের ঘন কুয়াশার মাঝেই অঙ্গীকারে শ্রদ্ধা জ্ঞাপন করেন চাঁদপুর চরিত্রগঠন আন্দোলন পরিষদের প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত, আহ্বায়ক রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ স্বরূপ ব্রহ্মচারী, আশ্রম পরিচালনা পর্ষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র দাস, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, চরিত্রগঠন আন্দোলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য তপন সরকার, বিমল চৌধুরী, মানিক দাস মঙ্গল, মনতোষ সাহা, সঞ্জয় ভৌমিক, শিবু চন্দ্র দাস, মৃদুল দাস, গৌতম ঘোষ, প্রিয়লাল ত্রিপুরা, রতন দাস, পরেশ দাস প্রমুখ।
উল্লেখ্য, সমাজ সংস্কারক ও মহান সাধক অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব চাঁদপুর শহরের অদূরে ঘোড়ামাড়া মাঠে চরিত্রগঠন আন্দোলনের শুভ সূচনা করেন। তিনি মনে করেন, নিষ্কলঙ্ক চরিত্রই মানুষের অমূল্য সম্পদ। তাঁর সেই চিন্তা-চেতনাকে বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের সুধীজনসহ তাঁরই শিষ্য, অনুরাগীগণ চরিত্রগঠন আন্দোলন ছড়িয়ে দেন ব্যাপকভাবে। দেশ গঠনে, সমাজের অসংগতি দূরীকরণসহ সুন্দর সমাজ বিনির্মাণের লক্ষ্যে এই মহৎ কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাঁদপুরে প্রতিষ্ঠিত হয় চরিত্রগঠন আন্দোলন পরিষদ। অযাচক আশ্রম চাঁদপুরের সহযোগিতায় চরিত্রগঠন আন্দোলন পরিষদ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে এবং বছরের প্রথমদিন ১ জানুয়ারি দিবসটি উদযাপনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।