প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানে কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোশারফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, প্রিয়তুষ পোদ্দার, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল, শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা চন্দন দাস ও শ্রেষ্ঠ সংগঠন আলোর মশাল সামাজিক সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধাসহ সফল আত্মকর্মী রাশেদ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রশিক্ষণপ্রাপ্ত ৫৮জন যুবকদের মাঝে সনদ ও ১৯ লক্ষ ৭০ হাজার টাকা ঋণের চেক ও গাছের চারা বিতরণ করেন।