প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরে সাজেদা ফাউন্ডেশন ‘সুদিন’ প্রোগ্রামের উদ্যোগে শহুরে দরিদ্র জনগোষ্ঠির জন্যে অগ্নি নির্বাপণে ভূমিকা রাখতে সাজেদা ফাউন্ডেশন কর্মকর্তাদের অগ্নি নির্বাপণ ও সচেতনতায় চাঁদপুরে চারটি জেলার প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালা ৩দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সকালে শহরের প্রেসক্লাব রোডস্থ এলিট ভোজন রেস্টুরেন্টে দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এসএম মোরশেদ আলম।
কর্মশালায় চাঁদপুরসহ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম ও গাজীপুর জেলার সাজেদা ফাউন্ডেশন ‘সুদিন’ প্রোগ্রামের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মকর্তারা তাদের স্ব স্ব এলাকায় শহুরে দরিদ্র জনগোষ্ঠিকে অগ্নি নির্বাপণে সচেতনতা ও কীভাবে সহজে অগ্নি নির্বাপণ করা যায় সে ব্যাপারে প্রশিক্ষণ প্রদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাজেদা ফাউন্ডেশনের ডিজাইন লিড ও কমিউনিটি বিল্ডিং এবং সার্ভিস ইন্টিগ্রেশন আফওয়াজা রহমান দৃষ্টি, সুদিন প্রোগ্রামের টিম লিডার মোঃ শাহআলম।
এ সময় প্রশিক্ষণার্থীদের হাতে কলমে ছোটো খাট অগ্নিকাণ্ডে কীভাবে অগ্নি নির্বাপণ করা যায় তার প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের একটা সময় প্রেসক্লাব মাঠে অগ্নি নির্বাপণের মহড়াও অনুষ্ঠিত হয়।