শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অনলাইন ডেস্ক

গত ২৩ অক্টোবর ২০২৩ খ্রিঃ দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকার শেষপৃষ্ঠায় প্রকাশিত ‘পশ্চিম সকদী দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়ম’ সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমাদেরকে জড়িয়ে যা উল্লেখ করা হয়েছে তা সত্য নয়। প্রকৃতপক্ষে, ১৫ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, অফিস সহায়ক ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও সহকারী প্রধান শিক্ষক ও অফিস সহায়ক পদের পরীক্ষা স্বচ্ছতা ও জবাবদিহিমূলক সরকারি বিধি অনুসারে যথেষ্ট প্রতিযোগিতামূলকভাবে সম্পন্ন হয়। তবে পরিচ্ছন্নতাকর্মী পদে একের অধিক প্রার্থী না থাকায় উক্ত পদে পরীক্ষা হয় না। পরে উক্ত প্রতিষ্ঠানে লোকবল সঙ্কটের কারণে আবারো পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত প্রকাশ করা হয়। তবে এখনও উক্ত পদের পরীক্ষা হয়নি। যেখানে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ হয়নি তা হলে দুর্নীতি হয় কীভাবে। পত্রিকায় যে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগ নিয়ে দুর্নীতি-সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। যা আদৌ সত্য নয়। একটি চক্র সামাজিকভাবে আমাদের মান-সম্মান নষ্ট করার জন্যে উঠেপড়ে লেগেছে। তাই তারা সাংবাদিককে ভুল তথ্য প্রদান করে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। আমরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই।

-বিনীত

জাবেদ আহমেদ সুমন, সভাপতি, ম্যানেজিং কমিটি ও মোঃ হান্নানুর রহমান, প্রধান শিক্ষক, পশ্চিম সকদী দারোগা বাড়ি উচ্চ বিদ্যালয়, সাহেববাজার, চাঁদপুর সদর, চাঁদপুর।

জিডি ১০২৪/২৩

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়