রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ০০:০০

মতলব উত্তরে যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
বাবুল মুফতি ॥

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ২৩ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার লতুরদিতে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে যুবলীগের সদস্য নবায়ন ফরম পূরণ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান (সিআইপি)।

কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, ক্রীড়া সম্পাদক নূরুল আমিন বোরহান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ইসলামবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল বাবু, উপজেলা ছাত্রলীগের সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, জাতির পিতার বলিষ্ঠ, গতিশীল, সাহসী ও ঐন্দ্রজালিক নেতৃত্বে আমরা পেয়েছি নিজস্ব জাতি, রাষ্ট্র ও গর্বিত আত্মপরিচয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যুবশক্তির উন্মেষ ঘটেছিল, যুদ্ধবিধ্বস্ত স্বদেশ পুনর্গঠনে সে যুবশক্তিকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সৃষ্টি। জাতির পিতার নেতৃত্বে জাতি যখন শোষণহীন-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার লড়াইয়ে নিয়োজিত, তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয় তাঁকে। হত্যা করা হয় যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিকে। শুরু হয় হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি। তখন এ সংগঠনের নেতা-কর্মীরা সাহসী প্রতিবাদ জানায়।

তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবশক্তি। যুবসমাজের আছে অমিত সম্ভাবনা ও সতেজ উদ্যম। যুবশক্তিই পারে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে। বৈশ্বিক করোনা মহামারির সময়ে আমাদের যুবলীগের নেতা-কর্মীরা অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে, উদ্বাস্তু মানুষের জন্যে ঘর নির্মাণ করে, কৃষকের ধান কেটে এবং ফ্রি মেডিকেল সেবা দিয়ে মানবিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ রাজপথে থেকে তা প্রতিহত করবে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে যুবলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়