প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল বিশ্ব হাত ধোয়া দিবস পালন করেছে। প্রতি বছরই ক্লাব থেকে এই দিবসটি পালন করে থাকে। প্রেসিডেন্ট মিতু আক্তারের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি (পিপি) মাহমুদা খানমের সঞ্চালনায় রোটাঃ ডাঃ পীযুষ কান্তি বড়ুয়ার নির্দেশনায় রেলওয়ে কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার সঠিক নিয়ম কানুন শেখানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপি তাছলিমা মুন্নী, সদস্য রুবিনা মরিয়ম, জান্নাতুল ফেরদৌস, স্কুলের শিক্ষক নাজমা আক্তার, জনি দাসসহ অনেকে।
ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া বলেন, আমাদের সকলের হাত ধোয়া উচিত। কারণ হাত ধৌত করলে অনেক রকম জীবাণুর হাত থেকে বাঁচা যায়। তাই তোমাদের সুস্থ থাকতে হলে নিয়মিত হাত ধৌত করতে হবে। তাহলে তোমরা শরীরকে সুস্থ রাখতে পারবে।