বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

সহকারী শিক্ষক আমেনা আক্তারের বিদায় সংবর্ধনা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ৭নং পাঁচ গাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা আক্তারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। চাকুরির সময় শেষ হয়ে যাবার কারণে তিনি অবসর গ্রহণ করেন। ১৬ অক্টোবর সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়েদ উল্লাহ সিদ্দিকী কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন। জীবগাঁও হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানার উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, বিদ্যোৎসাহী সদস্য আফিফা আক্তার মুন্নি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি সৈয়দ আহমেদ বুলবুল, মতলব উত্তর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আঃ বাতেন, মতলব উত্তর উপজেলা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ চৌধুরী, বদিউল আলম মাস্টার, বিদায়ী শিক্ষিকা আমেনা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকিলা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রেখা আক্তার, খালেদা আক্তার, ইশরাত জাহান নিশা, বকুল হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। বিদায়ী শিক্ষক আমেনা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং অন্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়