বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

মতলব উত্তর থানা পরিদর্শন করলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার
মাহবুব আলম লাভলু ॥

মতলব সার্কেলে নতুন যোগদানকৃত সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর মতলব উত্তর থানা আকস্মিক পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে থানা পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন। সোমবার মতলব উত্তর থানা অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টে এ তথ্য জানানো হয়।

পরবর্তীতে সহকারী পুলিশ সুপার মতলব উত্তর থানার বিভিন্ন রেজিস্ট্রার পর্যালোচনাসহ থানার অস্ত্রাগার, মালখানা পরিদর্শন করেন। এ ছাড়া থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল কবীর মতলব উত্তর থানার আশেপাশের এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে থানা এলাকার আশপাশের খালি জায়গায় বিভিন্ন ধরনের সবজি চাষের জন্যে দিক-নিদের্শনা প্রদান করেন।

এ সময় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়