প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
এখন থেকে দলীয় কার্যালয়ে নিয়মিত রাজনৈতিক আড্ডায় মিলিত হবেন চাঁদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের কাছ থেকে এমনটি জানা গেছে।
তিনি জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই ঘন্টা আমরা দলীয় কার্যালয়ে বসবো। তখন নেতা-কর্মীদের সমস্যা, মামলা-হামলা, নির্যাতন, পর্যালোচনা, সাংগঠনিক আলাপ-আলোচনাসহ চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলন কর্মসূচি নিয়ে আমাদের কথা হবে। ওই সময়ের মধ্য সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্যে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বলা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির ওই শীর্ষ নেতা।
উল্লেখ্য, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। একদিকে ক্ষমতাসীন দল এবং তাদের সমমনা দলগুলো নির্বাচনের জন্যে প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে আরও জোরালো আন্দোলনে রয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সামনের বছর জানুয়ারি মাস নাগাদ বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচনের ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামী লীগ বদ্ধপরিকর হলেও বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইছে।