প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে চাঁদপুর পুরাণবাজার শ্রী শ্রী শীল সংঘের আয়োজনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ সেপ্টেম্বর সোমবার সকালে অনুষ্ঠিত পূজায় শীল সম্প্রদায়ের লোকজনসহ সুধীজনদের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়।
পুরাণবাজার বাতাসা পট্টিস্থ শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভুর মন্দির সংলগ্ন বারোয়ারী পূজা মণ্ডপে ব্যাপক আয়োজনে আয়োজিত পূজায় পৌরহিত্য করেন তপন চক্রবর্তী। পূজা চলাকালীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়। এ সময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন কুমার সাহা, পুরাণবাজার শ্রী শ্রী গৌরনিত্যানন্দ মহাপ্রভু মন্দিরের সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সুখান্ত সাহা টিটু, পুরাণবাজার শ্রী শ্রী শীল সংঘের সভাপতি বিকাশ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, বিশ্বকর্মা পূজা উদযাপন উপ-কমিটির সভাপতি লিটন চন্দ্র শীল, সাধারণ সম্পাদক সুদেব চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক হৃদয় মালাকার, রতন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ গৌতম চন্দ্র দাস, উপদেষ্টা কমিটির সদস্য সুখরঞ্জন শীল, জয়দেব চন্দ্র শীল, শীতল চন্দ্র শীল, দেবরাজ শীল দেবু প্রমুখ।
পূজা শুরুর আগ মুহূর্তে পূজারীগণ ব্যান্ড পার্টির বাজনা নিয়ে নতুনবাজার, পুরাণবাজার অংশে ছোট্ট পরিসরে শোভাযাত্রা বের করেন। পরে উৎসবমুখর পরিবেশে নদী থেকে জল এনে ঘটস্থাপন পূর্বক পূজা শুরু করেন। বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে এদিন শীল সম্প্রদায়ের মানুষজন তাদের দৈনন্দিন কর্মবিরতি পালন করেন। এদিন শীল সম্প্রদায় পরিচালিত সকল সেলুন বন্ধ রাখা হয়। এছাড়াও এদিন বিশ্বকর্মা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের পরিচালিত অধিকাংশ মিল কারখানা বন্ধ রাখা হয় এবং কেউ কেউ পূজারও আয়োজন করেন।