প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সরকার নির্ধারিত আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি তদারকিসহ বাজার মনিটরিং অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।
সহকারী পরিচালক নূর হোসেন জানান, ১৮ সেপ্টেম্বর সোমবার হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে ৬টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ দিনের অভিযানে আলুর মূল্য তালিকা না থাকায় হাজীগঞ্জ বাজারে মান্নান ট্রেডার্সকে ৫ হাজার, কাদের স্টোরকে ২ হাজার ও লিটন স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ কেক পাওয়ায় ফুড কেয়ারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া ব্রেড দিয়ে বার্গার তৈরির দায়ে ফুড লাভারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নকল কয়েলের ডিলার সুমাইয়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মান্নান কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে হিমাগার পর্যায়ে ২৬-২৭ টাকা কেজি প্রতি আলু বিক্রি করতে নির্দেশনা দেয়া হয়েছে। সর্বমোট ৬টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।