প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জাহাঙ্গীর হোসেন। গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ১ম সম্মেলন ঢাকাস্থ মৈত্রী মিলনায়তনের ফরহাদণ্ডমনিসিং ট্রাস্ট, পুরানা পল্টন ঢাকায় অনুষ্ঠিত হয়।
‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণ’ এ শ্লোগান নিয়ে এবার প্রথম বারের মতো এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অন্ততঃ দেশের ৩০ জেলার শিক্ষক-শিক্ষিকাগণ এ সম্মেলনে যোগদান করেন।
সম্মেলনে যোগদানকৃত শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এবং তাদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে চাঁদপুরের জাহাঙ্গীর হোসেনকে সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, জাহাঙ্গীর হোসেন চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ২০০৪ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে ভূগোলে অনার্স-মাস্টার্স শেষে ২০১০ সালে মতলবের নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন।
তিনি চাঁদপুর লেখক পরিষদ ও জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সম্মেলনপূর্ব বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। তার সহধর্মিণী একজন আদর্শ গৃহিণী এবং তিনি এক কন্যা সন্তানের জনক।