সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলায় মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদে পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর সরকার, মতলব পৌরসভার প্যানেল মেয়র বুলবুল চৌধুরী, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, সাইফুল ইসলাম মহন মিয়া, মতলব পৌর আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সভাপতি মাহফুজ সরকার, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা প্রধান, সহ-সভাপতি মিজানুর রহমান তালুকদার, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম খান, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ মজুমদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম মিয়াজী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মোল্লা প্রমুখ।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’ এমন বক্তব্যে স্বাধীনতার পক্ষের সকলকে জোট বেঁধে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগের মাঝে কিছুটা অনৈক্য থাকলেও নির্বাচনের সময় তারা যে ঐক্যবদ্ধ হয়ে যায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে তা আরেকবার প্রমাণিত। যার ফসল ছেংগারচর পৌর নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী আরিফ উল্লাহ সরকারের বিপুল ভোটে জয়লাভ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়