প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলার রহিমানগর দক্ষিণ বাজার বিএবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয় মার্কেটের ২য় তলায় ১৭ সেপ্টেম্বর দুপুর ২টায় ডক্টরস ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিক কেয়ারের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত পরিচালক, চিকিৎসক, অন্যান্য প্রতিষ্ঠানের চিকিৎসক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বাজার ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিষ্ঠানের উপদেষ্টা ডাঃ মোঃ কবির হোসেনের সভাপতিত্বে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মাহবুব আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রহিমানগর বাজারের ব্যবসায়ী আলহাজ আঃ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ কবির আহমেদ, আবু বকর মিজি, মোঃ আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা শহীদুল্লা, ১১নং গোহট দক্ষিণ ইউপির সদস্য শহিদুল ইসলাম খাজা, জহির মোল্লা, মোঃ শহীদ উল্লা প্রমুখ।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহবুব আলম বলেন, বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত রহিমানগর ও আশপাশ এলাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের উদ্যোগে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অসহায় মানুষের মাঝে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।