প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা, প্রদর্শনী, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল, উপজেলা প্রকৌশলী আবদুল আলিম লিটন, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কবির হোসেন প্রমুখ। উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগ ও ইউনিয়ন পরিষদের ২০টি স্টল প্রদর্শনী মেলায় স্থান পায়।