প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
এখন ইলিশের ভরা মওসুম। কিন্তু চাঁদপুরের নদ-নদীতে তেমন একটা ইলিশ পাচ্ছে না স্থানীয় জেলেরা। যার কারণে ইলিশের পাইকারি বড় বাজার চাঁদপুর মাছঘাটে মাছের চাপ নেই আগের মত। ঘাটে আসা ইলিশের অধিকাংশই সাগর মোহনা হাতিয়া এলাকার ইলিশ। সাগর ও লোকাল মিলিয়ে ঘাটে এখন যে পরিমাণ ইলিশ ক্রয়-বিক্রয় হয় তার দাম আরো চড়া। দুই কেজি পরিমাণ ইলিশের কেজি ২৪শ’ টাকা। ওই একটা ইলিশের দাম পড়ছে প্রায় ৫ হাজার টাকা। তাহলে বুঝাই যায় ভরা মওসুমে ইলিশের দাম অনেক বেশি। রোববার দুপুরে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে টুকরিতে সাজিয়ে এভাবেই ইলিশ বিক্রি করতে দেখা যায়। ছবি : মিজানুর রহমান।