সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ফরিদগঞ্জ পৌর সাবেক কমিটি বিলুপ্ত করে ৩৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বর অনুমোদিত কমিটিতে মোঃ আমানত গাজীকে আহ্বায়ক করে এ কমিটি অনুমোদন করা হয়।

৩৭ সদস্য বিশিষ্ট কমিটিতে যথাক্রমে যুগ্ম-আহ্বায়ক হলেন মোঃ জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, নাছির পাটওয়ারী, মমিনুল ইসলাম (জি.এস.), হারুনুর রশিদ কমিশনার, গোলাম কিবরিয়া শেখ, শহিদ উল্যা বেপারী, কামরুল ইসলাম ফারুক, জাকির হোসেন চৌধুরী, মোস্তফা কামাল,আমির হোসেন বেপারী, ফারুক ভূঁইয়া, নজরুল ইসলাম (সাবেক কাউন্সিলর)। সদস্যরা হলেন : মোঃ হারুন অর রশিদ, আবুল কাশেম পাটওয়ারী, জাকির হোসেন গাজী, মফিজুল ইসলাম পাটওয়ারী, মনির হোসেন, বিল্লাল হোসেন (কোম্পানী), জহিরুল ইসলাম, ছলেমান ডিলার, হুমায়ুন কবির পাটওয়ারী, নাজির হোসেন হুমায়ুন, ছৈয়দ আহ্মেদ দোলন, আলমগীর হোসেন পাটওয়ারী, জাকির হোসেন, শাহ্জাহান আর্মি, কামরুল ইসলাম সবুজ, মাহ্মুদুল হাসান মঞ্জু, আক্তার হোসেন কালু পাঠান, আলমগীর হোসেন, আব্দুল কাদির, টেলু ভূঁইয়া, আলী হোসেন মিজি, খোকন সর্দার, হেলাল উদ্দিন।

উল্লেখিত কমিটির সার্বিক সফলতা কামনা করে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নব-গঠিত ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্যাহ সেলিম ও চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে গত ২ বারের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী, বর্তমান ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌর বিএনপির নব-গঠিত কমিটির আহ্বায়ক আমানত গাজী। একই সাথে আগামী দিনে দেশ ও মানুষের স্বার্থে আন্দোলন সংগ্রামকে সফল করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়