প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ। গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌ-পুলিশের এসআই মিঠুন বালাসহ সঙ্গীয় ফোর্স। আটক জেলেরা হলো : হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার হোসেন সরদারের ছেলে কাজল সর্দার (৩০), মৃত বারেক সুন্নির ছেলে সিরাজ সুন্নি (৩৫), মৃত কালামিয়ার ছেলে মোঃ সুমন (২৫), মৃত নূর ইসলাম সরদারের ছেলে মোহাম্মদ জাকির সরদার (৩২)। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য মামলায় নিয়মিত মামলা করে কোর্টে প্রেরণ করা হয়।