মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০০:০০

দলমত নির্বিশেষে লাঙ্গলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেছেন, পল্লীবন্ধুর আদর্শ বুকে নিয়ে মানুষের সেবায় কাজ করে যাবো। দলকে শক্তিশালী করতে পল্লীবন্ধুর আদর্শ মেনে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই।

২৬ আগস্ট শনিবার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ও রূপসা উত্তর ইউনিয়নে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশের মানুষের কল্যাণের জন্যই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় পার্টির শাসন আমলের সুফল দেশের মানুষ এখনো ভোগ করছে। তাই আসছে জাতীয় নির্বাচনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। পল্লীবন্ধু এরশাদ আমাদের মাঝে বেঁচে নেই, কিন্তু আল্লাহর অশেষ রহমতে দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের মাঝে তিনি বেঁচে আছেন। আমাদের কর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।

কর্মসূচিতে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ শেখ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু শেখ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সদস্য সচিব শিবলু সবুজ, জাতীয় পার্টি নেতা মোস্তফা পাটওয়ারীসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি ও উপজেলা কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়