মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক
মাহবুব আলম লাভলু ॥

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমন (এসি মিজান) বলেছেন, বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির মহানায়ক। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। তিনি আমাদেরকে একটি স্বাধীন-সার্বভৌম দেশ ও জাতি হিসেবে একটি পরিচয় দিয়েছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেছেন। ঘাতকদের হাতে শহীদ তিনি তাঁর স্বপ্ন পূরণ করে যেতে পারেননি।

১৫ আগস্ট মঙ্গলবার মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোঃ মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এ দেশের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করা হয়েছে। স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু নিরলসভাবে কাজ করেছেন। তাকে হত্যার মধ্য দিয়ে চলমান অগ্রযাত্রাকে বন্ধ করে দেয়া হয়েছিলো। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে শেখ হাসিনার স্বপ্ন লালিত উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, বছর শেষেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের জন্য কাজ করতে হবে। দলীয় নেত্রী নৌকা যার হাতে তুলে দিবেন আমরা সকল নেতা-কর্মী তার পক্ষে কাজ করবো।

মোঃ মিজানুর রহমন (এসি মিজান) মতলব উত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ গ্রহণকালে বাগানবাড়ী ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আল মামুন, ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। কলাকান্দা ইউনিয়নে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বোরহান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। ফরাজীকান্দি ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। জহিরাবাদ ইউনিয়নে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

বিভিন্ন ইউনিয়নের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে মোঃ মিজানুর রহমানের সফরসঙ্গী ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক যুবায়ের বাবু, সাকিল খান, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সৌরভ, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক রাজীব মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারী, কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত, কলাকান্দা যুবলীগের সাবেক সভাপতি রবিউল সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়