প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেছেন, আজকের শোক দিবসের অনুষ্ঠানে তারুণ্যের যেই স্রোত দেখছি তা আমাকে অভিভূত করেছে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। ১৯৭৫ সালের আজকের এইদিনে কেনো জাতির পিতাকে সপরিবারের হত্যা করা হলো, কেনো দীর্ঘ ২১ বছর দেশ শাসনের নামে দেশকে পিছনের দিকে ধাবিত করা হলো, কেনো বঙ্গবন্ধুর উত্তরসুরি আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বারংবার হত্যার চেষ্টা করা হচ্ছে? এসব প্রশ্নের উত্তর তরুণদের জানতে হবে। তারা সঠিকভাবে এসবের উত্তর জানলে তারা কোনদিনও ওই খুনি এবং তাদের দোসরদের ক্ষমা করবে না। খুনি ও অশক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুর আমিন কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, এপিপি অ্যাডঃ মাহবুব আলম, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, মশিউর রহমান মিঠু, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন টিটু ও সদস্য সচিব এসএম সোহেল রানা, আকবর হোসেন মনির, সুমন আহমেদ, মানিক, মামুন প্রমুখ।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া এবং পরে গণভোজ অনুষ্ঠিত হয়।