মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় শোক দিবসে মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শহীদগণের মাগফেরাত কামনায় কোরআন খতম, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় ফিশারী গেইটে ইফার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, জেলা জাতীয় ইমাম সমিতি সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম।

ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইফার ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিষ্ণুপুর মদীনা বাজার বাইতুল আমিন জামে মসজিদের খতিব মুফতি আবু বকর বিন ফারুক। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন কল্যাণপুর ইউনিয়নের দাসাদী বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওঃ এম এ খালেক।

মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিন। দোয়া-মোনাজাত করেন মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়