রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০০:০০

মোহনপুর ইউপি চেয়ারম্যানের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥

মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানসহ তার দুই ভাই কাজী হাবিব ও কাজী মতিনসহ অন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং কাজী মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ৬ আগস্ট দুপুরে ঝড়-বৃষ্টির মাঝেও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিল্লাল মৃধা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক প্রধানিয়া, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য বিল্লাল তফাদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি লাভলী আক্তার, ইউপি সদস্য জেসমিন ও উম্মে হানী। এ সময় মোহনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কাজী মিজানুর রহমান মোহনপুরবাসীর গর্ব। তিনি সবসময় সাধারণ মানুষের খোঁজ খবর রাখেন। তিনি গরিব, দুঃখী, অসহায় মানুষের বন্ধু। তিনি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আজ জেল খাটছেন। সেই সুযোগে ষড়যন্ত্রকারীরা আমাদের ওপর নির্যাতন ও জুলুম করছে, গবাদি পশু নিয়ে যাচ্ছে। আজ তিনি থাকলে আমাদের ওপর কেউ অন্যায়ভাবে নির্যাতন করতে পারতো না। যুবলীগ কর্মী নিহতের সময় চেয়ারম্যান কাজী মিজানুর রহমান ও তার দুই ভাই বাড়িতে ছিলেন। সিসিটিভির ফুটেজ রয়েছে। তারপরও কাজী মিজানুর রহমান আজ বিনা দোষে এবং মিথ্যা অপবাদে জেলে রয়েছেন। বক্তারা ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের বের করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এর পূর্বে মোহনপুর ইউনিয়নের শত শত জনগণ চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডএর কাছে একটি স্মারকলিপি প্রদান করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়