প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০
ঈদুল আজহা উপলক্ষে কচুয়ায় বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন অনুসারীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গোহট দক্ষিণ ইউনিয়নে গোবিন্দপুর মিয়াজী বাড়ির আঙ্গিনায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ.ন.ম. এহসানুল হক মিলন।
উপজেলা যুবদলের সভাপতি আব্দুছ ছালাম শান্তের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক হাবিবুন্নবী সুমনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ মিয়াজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল হাসান মিন্টু, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালু মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তফাজ্জল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন মায়া, প্রচার সম্পাদক জোবায়ের রাসেল প্রধান, পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মহিন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির সাথে নেতা-কর্মীদের কুশল বিনিময় শেষে ৩শ’ ১ সদস্যবিশিষ্ট উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।