প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
![অপরাধ প্রবণতা কমাতে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিংও কাজ করে](/assets/news_photos/2023/06/27/image-34818.jpg)
কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-১২-এর উদ্যোগে টহল সদস্যদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ জুন সোমবার সকাল ১০টায় ড্যাফোডিল স্কুলের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মহসীন আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমি কমিউনিটি পুলিশিং বান্ধব অফিসার। যারা পাড়া মহল্লায় কমিউনিটি পুলিশিং করেন তারা মানুষের জন্যে নিরলস সেবা করেন। আমার দেখা অনেকে কমিউনিটি পুলিশিং করে জনপ্রতিনিধি হয়েছেন এবং তারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন। তিনি আরো বলেন, অপরাধ প্রবণতা কমাতে পুলিশের সাথে কমিউনিটি পুলিশিংও কাজ করে। পাড়া মহল্লায় যারা রাতে টহল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, তাদেরকে ঈদ সামগ্রী তুলে দেওয়া অত্যন্ত মহৎ কাজ।
অঞ্চল-১২-এর সভাপতি মোঃ নূর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূর নবী মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, অঞ্চল-১২-এর যুগ্ম সম্পাদক কাজী মাইনুল হক জীবন, অঞ্চল-৩-এর প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, ড্যাফোডিল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। পরে প্রধান অতিথি অঞ্চল-১২-এর টহল সদস্যদের মধ্যে ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী তুলে দেন।