প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অসুস্থ ও অসহায়দের চিকিৎসা সহায়তায় ৬২ জনের মধ্যে ৩১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে সোমবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় চেক বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান, কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মোঃ কামাল হোসেন প্রমুখ।
এ সময় প্রধানমন্ত্রীর দেয়া টাকা অন্য কাজে ব্যয় না করে চিকিৎসার জন্য ব্যয় ও প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার অনুরোধ জানান অতিথিরা। পরে প্রতিজন অসুস্থ উপকারভোগীর হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।