প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
![কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন](/assets/news_photos/2023/06/24/image-34698.jpg)
বর্ণাঢ্য আয়োজনে কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাটার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রানজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব প্রমুখ।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্র্ষিকী উদযাপন করা হয়। এ সময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।