প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
![ভ্যানগাড়ির দখলে সড়ক!](/assets/news_photos/2023/06/24/image-34697.jpg)
অনলাইন ডেস্ক
চাঁদপুর শহরের প্রধান প্রধান এবং ব্যস্ততম সড়কের দুই পাশ ভ্যানগাড়ি দখল করে থাকে। ফুটপাতও থাকে দখলে। ভ্যানগাড়ি উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা গেলে অনেকটা যানজটমুক্ত থাকবে চাঁদপুরবাসী। ভ্যানগাড়ির কারণে এখন রাতের বেলায়ও জ্যাম থাকে শহরে। ছবিতে ভ্যানগাড়ির দখলে থাকা সড়ক দেখা যাচ্ছে।