রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০

মতলব উত্তরে মুফতি হজ্ব গ্রুপের হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে সরকার কর্তৃক অনুমোদিত হজ্ব এজেন্সি ‘মুফতি হজ্ব গ্রুপ’ এর হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ মে শনিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত মতলব দক্ষিণের কচিকাঁচা স্কুলে এই কর্মশালায় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার প্রায় ৩৩৯ জন হজ্ব যাত্রী অংশগ্রহণ করেন।

মুফতী হজ্ব গ্রুপ এর মালিক মাওলানা মোঃ মুহসিনের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ খোরশেদ আলম সিরাজী, মুফতি মাওলানা ফেরদাউস আহমেদ, মুফতি মোঃ এমদাদ হোসেন, রাজনৈতিক নেতা মোঃ কাইয়ুম খান প্রমুখ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মুফতী নূর মোহাম্মদ কাশেমী।

বক্তারা বলেন, হজ্ব আল্লাহ প্রদত্ত একটা ফরজ আমল। যাদের উপর আল্লাহর তৌফিক আছে তাদের হজ্ব পালন করা ফরজ। তাই যাদের তৌফিক আছে তারা হজ্ব পালন করবেন। হজ্ব পালনের মাধ্যমে আল্লাহর দিদার ও তাঁর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ)-এর পথ পাওয়া যায়। বক্তারা উপস্থিত সকল হজ্ব যাত্রীর হজ্বের প্রশিক্ষণ দেন এবং বিভিন্ন বিষয়ে মৌখিক পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রশিক্ষণে হজে¦র নিয়মণ্ডকানুন, আবাসন, পরিবহন, চিকিৎসা, কুরবানি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবহিত করা হয়। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে হজ্ব গমণেচ্ছু ব্যক্তিরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্ব পালনে সক্ষম হবেন।

বক্তারা আরো বলেন, হাজীদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে হজ্ব গুরুত্বপূর্ণ। আর্থিকভাবে সামর্থ্য ব্যক্তিকে হজ্ব করা প্রয়োজন। ইসলাম সবসময় শান্তির কথা বলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়