প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০
![মতলবে বিএনপি নেতা সরকার শামীমের সুস্থতায় দোয়া](/assets/news_photos/2023/05/03/image-32494.jpg)
কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি মতলবের কৃতী সন্তান ডাঃ সরকার মাহবুব আহম্মেদ শামীমের অসুস্থতার জন্য আজ ২ মে মঙ্গলবার বাদ আছর হাইস্কুল জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা মোল্লা মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ শোয়েব আহম্মদ, কৃষকদল নেতা মোঃ হুমায়ুন কবির, যুবদল নেতা শরীফ উল্লাহ টিটু, রিপন সরকার, ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ ইলিয়াছ প্রধান, যুবনেতা রাজীব মৃধা, কাজী সুমন, নূর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন অভি প্রমুখ।
এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত হাবীব, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম প্রধান, সদস্য ইসমাইল হোসেন, আব্দুল্লাহ আল মামুন রাশেদ, শ্রমিক নেতা নূরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, ছাত্রদল নেতা নবীর হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাফেল, ছাত্রনেতা মোঃ হাসান, সজীব, রিয়াদ সরকার, হৃদয়, আক্তার, হালিম, রানাসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।