প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০
![হেল্পলাইন সোসাইটি ফরিদগঞ্জের ঈদ পুনর্মিলনী](/assets/news_photos/2023/05/03/image-32493.jpg)
হেল্পলাইন সোসাইটি ফরিদগঞ্জের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রবিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোঃ কাউসারুল আলমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ফারুকী, সমাজসেবক মাহফুজুর রহমান মাফুজ, মাকসুদুর রহমান, নুরুল আমিন শাহীন, রুস্তুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এলাকাবাসীর উন্নয়ন ও সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন অতিথিরা।
উল্লেখ, ‘হেল্পলাইন সোসাইটি ফরিদগঞ্জ’ সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ঈদবস্ত্র, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা ও শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে।