প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে কুয়েত প্রবাসী মোঃ নুরুন্নবী নামে এক ব্যক্তির পৈত্রিক মালিকানা সম্পত্তি ও ঘর বেদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রবাসী নুরুন্নবী বাদী হয়ে তার সহধর ভাই মোঃ দেলোয়ার হোসেনকে ১নং বিবাদী করে ৩ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলার ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আবু গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে ও সরজমিনে গিয়ে জানা যায়, ফরিদগঞ্জ এলাকাধীন সাবেক ১৮২নং সন্তোষপুর মৌজার সিএস ৩০৫নং খতিয়ানভুক্ত সিএস ৯১৫নং দাগের অন্দরে ৩ শতক ভূমি পৈত্রিক সুত্রে প্রবাসী নুরুন্নবী মালিক হয়ে ওই সম্পত্তির ওপর নিজ অর্থায়নে নুরুন্নবী একটি চৌচালা টিনের বসত ঘর নির্মাণ করে তার দখলে রাখে।
থানায় লিখিত অভিযোগের ১নং বিবাদী মোঃ দেলোয়ার হোসেন প্রবাসী নুরুন্নবীর সহদর বড় ভাই হয়। বড় ভাই দেলোয়ার হোসেনের অর্থ নৈতিক অসচ্ছল ও গরীব অসহায় থাকার কারণে দেলোয়ার হোসেন কোনো বসতঘর নির্মাণ করতে না পারায় স্ত্রী-সন্তান নিয়ে কষ্টে দিনাতিপাত করত।
পরে বড় ভাই দেলোয়ার হোসেন তার ছোট ভাই প্রবাসী নূরুন্নবীর ওই ৩ শতক ভূমির ওপর নির্মিত চৌচালা টিনের ঘরে নূরুন্নবীর আশ্রয়ে দেলোয়ার হোসেন তার স্ত্রী পান্নু বেগম ও সন্তানদের কিছু দিনের জন্য বসবাসের জন্য থাকতে দেন। বর্তমানে দেলোয়ার হোসেনের ১টি ছেলে উপার্জনে প্রবাসে রয়েছে। বর্তমানে দেলোয়ার হোসেনের অর্থনৈতিক সচ্ছলতা থাকায় প্রবাসী নূরুন্নবীর নিজ মালিকীয় সম্পত্তি ও ঘরের দখল ছাড়িয়ে দেয়ার জন্যে দেলোয়ার হোসেনকে বললে এবং দেলোয়ার হোসেন প্রবাসী নুরুন্নবীর সম্পত্তি ও ঘরের দখল ছাড়বে না বলে পাঁয়তারা করছে।
ওই এলাকার ইউপি সদস্য মোঃ সুমন হোসেন বলেন, প্রবাসী নুরুন্নবী তার বড় ভাই দেলোয়ার হোসেন সাথে তার বিরোধের বিষয়ে বললে এবং দেলোয়ার হোসেন ও তার মনোনীত সালিসগণের উপস্থিততে বিরোধের মীমাংসা করা চেষ্টা করলেও দেলোয়ার হোসেন সালিসের সিদ্ধান্ত অমান্য করে।
প্রবাসী নুরুন্নবীর বৃদ্ধা মা ফাতেমা বেগম বলেন, নুরুন্নবী আমার মেঝো ছেলে ও দেলোয়ার হোসেন আমার বড় ছেলে। নুরুন্নবী আমাদের এ সংসারের হাল ধরেছে। প্রত্যেক ভাই-বোনদের আর্থিক সহযোগিতাসহ ভাই বোনদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছে। টাকার অভাবে দেলোয়ার হোসেন একটি বসতঘর করতে পারেনি। আমার ছেলে নুরুন্নবী তার সম্পত্তির ওপর একটি চৌচালা টিনের ঘর নির্মাণ করে এবং ওই ঘরে সময় সাময়িকের জন্যে দেলোয়ারকে বসবাস করতে দেয়। বর্তমানে জোরপূর্বকভাবে দেলোয়ার হোসেন প্রবাসী নুরুন্নবীর ঘর ও সম্পত্তি বেদখলে রেখেছে। এলাকার মেম্বার বারবার স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা করার চেষ্টা করলেও দেলোয়ার হোসেন কারো সিদ্ধান্ত মানছে না।
অপরদিকে মোঃ দেলোয়ার হোসেন বিরোধ সম্পত্তি পৈত্রিক সূত্রে মালিক ও ঘর নিজের অর্থায়নে নির্মাণ করে বসবাস করছেন বলে দাবি করেন।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।