প্রকাশ : ০৩ মে ২০২৩, ০০:০০
রাজরাজেশ্বর থেকে দেড় হাজার কেজি পাঙ্গাসের পোনা জব্দ
![রাজরাজেশ্বর থেকে দেড় হাজার কেজি পাঙ্গাসের পোনা জব্দ](/assets/news_photos/2023/05/03/image-32484.jpg)
চাঁদপুর মোলহেডের বিপরীতে মিনি কক্সবাজার খ্যাত রাজরাজেশ্বর এলাকার মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। তারা পাঙ্গাস পোনা নিধনে ৩টি বড় আকৃতির বাঁশের চাঁইসহ আনুমানিক ১ হাজার ৫০০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ১ মে সোমবার আনুমানিক সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে অবৈধভাবে নদ-নদীতে পাঙ্গাসের পোনা নিধনকারীদের প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং নদীতে পাঙ্গাসের পোনা নিধনে ব্যবহৃত চাঁই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড, মিডিয়া কর্মকর্তা (ঢাকা জোন) লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।