রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন অনুপস্থিত ৬৪৮ ॥ বহিষ্কার ১
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথমদিন চাঁদপুরে ৬৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কার হয়েছে একজন। এই বহিষ্কৃত পরীক্ষার্থী হলো মাদ্রাসার দাখিল শ্রেণির। গতকাল ৩০ এপ্রিল রোববার ছিল এই পরীক্ষার প্রথম দিন। চাঁদপুরসহ সারাদেশে একযোগে গতকাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

চাঁদপুর জেলার ৭৪ কেন্দ্রে গতকাল সকাল ১০টায় একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়। এসএসসির ছিল বাংলা ১ম পত্র, দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি ভোকেশনালের ছিল বাংলা-২ বিষয়। বিষয় ভিত্তিক এই তিন শ্রেণির মোট পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৩শ’ ২৬ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩৪ হাজার ৬শ’ ৭৮ জন। অনুপস্থিত ছিল ৬৪৮ জন। অনুপস্থিতির মধ্যে এসএসসি ৩৫৮, দাখিল ২৫৯ ও এসএসসি ভোকেশনাল ৩১ জন। এদিকে সদর উপজেলার চান্দ্রাবাজার নূরিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে মোঃ রিয়াজ উদ্দিন নামে এক দাখিল পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। তার অপরাধ ছিল সে ডিভাইস স্মার্টফোন নিয়ে পরীক্ষা দিচ্ছিল। যা একজন পরীক্ষার্থীর জন্য সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

এছাড়া চাঁদপুর জেলার সর্বত্র সুষ্ঠু শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে প্রথমদিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান চাঁদপুর শহরের বেশ ক’টি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়