প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০
![উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির নবাগত সহকারী প্রধান শিক্ষকের যোগদান](/assets/news_photos/2023/05/01/image-32433.jpeg)
শিক্ষা অধিদপ্তরের সবশেষ নীতিমালা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামের নিয়োগ এবং আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল রোববার বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় বিদালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বলেন, আমরা একজন ইংরেজিতে অভিজ্ঞ নবাগত সহকারী প্রধান শিক্ষক পেয়েছি। নবাগত সহকারী প্রধান শিক্ষককে অত্র বিদ্যালয়ে স্বাগত জানাই ও অভিনন্দন জানাই। এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের সাবেক জনপ্রিয় সহকারী প্রধান শিক্ষক নাজমা ম্যাডামের শূন্যস্থান পূরণ হলো। নাজমা ম্যাডামের স্থানে একজন দক্ষ ইংরেজি শিক্ষক দরকার ছিলো। নবাগত সহকারী প্রধান শিক্ষক ইংরেজিতে দক্ষ। যারা প্রতিষ্ঠানে চাকুরি করে তাদের প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে। প্রতিষ্ঠানের জন্য সাবেক সহকারী প্রধান শিক্ষিকা নাজমা ম্যাডাম সংগ্রাম করেছেন। নবাগত সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করবেন-এই আশা রাখছি।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, বিদ্যালয়ের নবাগত সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, দীপঙ্কর দে, মাওলানা আব্দুল মান্নান ও নেছার আহমেদ খান।
শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের নবাগত সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেন।
উল্লেখ্য, চাঁদপুর সদরের ঘোষেরহাট নামক স্থানে এক সড়ক দুঘর্টনায় নিহত উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তারের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয় এবং সরকারি বিধি মোতাবেক সহকারী প্রধান শিক্ষকের পদে মোঃ সাইফুল ইসলাম নিয়োগ পান এবং যোগদান করেন।