রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মে ২০২৩, ০০:০০

ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিলো জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার
স্টাফ রিপোর্টার ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরামর্শে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির আওতায় ধান কেটে মাড়াই করে কৃষকের বাড়ি পৌঁছে দিলো চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মজুমদার। গত শনিবার চাঁদপুর সদর উপজেলার কৃষক মুসলিম বেপারীর প্রায় ১ একর জমির ধান মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়া হয়। ছাত্রলীগের এমন কর্মকাণ্ডে খুশি কৃষক।

কৃষক মুসলিম বেপারী জানান, আমার কোনো ছেলে সন্তান নেই। শুধু বাড়িতে স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে। আমি প্রায় এক একর জমিতে ধানের আবাদ করেছি। ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। প্রচণ্ড রোদ্রের মধ্যে ছাত্রলীগ নেতা সুমন মজুমদারের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। কারণ, কৃষকের কথা চিন্তা করে তারা পাশে দাঁড়িয়েছেন। বৃষ্টির আগেই আমার জমির সকল ধান কেটে ঘরে তুলতে পেরেছি, আমি অনেক খুশি।

এ সময় চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব দেওয়ান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাগর মজুমদার, ছাত্রলীগ নেতা জয় সরকার, কামরুল ইসলাম আরিফ, পৌর ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম গাজী, আকরাম, ইসমাইল হোসেন, রাজু, রাসেল শেখ, শাকিল, রক্সি, সোহেল নাজমুল, সোহেল ইসলাম তুহিন, আরিফসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত বছরও কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ যখন যে সিদ্ধান্ত দিবেন, তা পালন করতে আমরা ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়