প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০
বজ্রপাতে পুড়লো আস্ত একটি তালগাছ। শনিবার ২৯ এপ্রিল বিকেলে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাজান।
এদিকে আগুন লাগার পর থেকে ওই স্থানে কয়েক শতাধিক উৎসুক জনতার ভিড় জমে। তালগাছে বজ্রপাত আঘাত হানার কারণে এবং অল্পের জন্য ওই স্থানের জান ও মাল রক্ষা পাওয়ায় স্থানীয় ও এলাকাবাসী সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।