রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ০০:০০

দুদিনব্যাপী বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্সের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি ॥

বাংলাদেশ অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (বিডিওআই) ২০২৩-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নজরুল এডুপ্লেক্সে এ অনুষ্ঠানে সমগ্র বাংলাদেশ থেকে প্রিলিমিনারি রাউন্ডের মাধ্যমে সেরাদের নির্বাচিত করে দুদিনব্যাপী এ চূড়ান্ত প্রতিযোগিতায় ৬১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি প্রফেসর ড. জাফর ইকবালের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের উপ-মহাপরিচালক মোঃ শাহআলম পাটোয়ারী। বক্তব্য রাখেন বাংলাদেশ ইনফরমেটিক্স অলিম্পিয়াড কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রহমান, অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. শেখ রাশেদ হায়দার নূরী ও প্রবলেম অ্যানালাইসিস করেন সহকারী অধ্যাপক মামুন।

প্রতিযোগিদের মধ্যে সেরা ৭ জন বিজয়ীর ১ জনকে গোল্ড, ১ জনকে সিলভার ও ৫ জনকে ব্রোঞ্জ পদক পরিয়ে দেন অতিথিবৃন্দ। গোল্ড পদক পান ফারহান আহমেদ। সিলভার পদক পান আবরার আল সামিত আর ব্রোঞ্জ পদকপ্রাপ্তরা হলেন : জারিফ রহমান, এসএমএ নাহিয়ান, মোঃ নাফিসুল হক সিফাত, দেশ আচার্য ও শাহরিয়ার খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়