রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০

এই ইউনিয়নে আমাদের নেতা-কর্মীদের সাথে দানবের মতো আচরণ করা হচ্ছে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার সকালে বহরিয়া শ্রীরামপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম (নূরু) ভূঁইয়ার বাড়িতে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। এ সময় তিনি বলেন, এই সরকার ঘরে ঘরে চাকরি দিবে, ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে এই কথা বলে ক্ষমতায় এসেছে। অথচ ক্ষমতায় এসে আমাদের হাজার হাজার নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা দিচ্ছে, গুমণ্ডখুন করছে। ৭০ টাকা কেজিতে চাল খাওয়াচ্ছে। শুধু চাল নয় আজকে সবকিছুর দামে লাগামহীন ঊর্ধ্বগতি। আপনারা আজকে ১২-১৪ বছর কষ্ট করে যাচ্ছেন, আর কিছুদিন কষ্ট করেন। সবচেয়ে বড় মিছিল কিন্তু এই ইউনিয়ন থেকে যায়। এই ইউনিয়নে আমাদের নেতা-কর্মীদের সাথে দানবের মতো আচরণ করা হচ্ছে। জোর করে এই সরকার ক্ষমতায় টিকে আছে। তাই এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের রাজপথে থাকতে হবে।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।

ইউনিয়ন বিএনপির সভাপতি মেঃ নূরুল ইসলাম (নূরু) ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ বেপারীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ শরীফ খান, সদস্য বিল্লাল হোসেন বেপারী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দাদন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঢালী, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, সদস্য তাজু ভেন্ডার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির বেপারী, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূরু পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক রুবেল মিজি ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন বেপারী।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের সম্মুখে ১০৩ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি ও ১১ সদস্যের উপদেষ্টা কমিটির সকলের নাম একে একে ঘোষণা করে পরিচয় করিয়ে দেয়া হয়।

সভায় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বলেন, আজকে আমরা বাড়িতে পরিচিতি সভা করছি। কারণ আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ আমাদের উপর দানবের মতো আচরণ করে ঝাঁপিয়ে পড়ে। সারা চাঁদপুরের রাজনীতি একরকম, আর ১০নং লক্ষ্মীপুর আরেক রকম। এখানে চলে জুলুম অত্যাচার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া। ইউনিয়ন বিএনপির এই পরিচিতি অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়