প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ০০:০০
![টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান ভূঁইয়া সুমনের তিন শতক ভূমি দান](/assets/news_photos/2023/04/29/image-32366.jpeg)
টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান ভূঁইয়া সুমন এবং তার স্ত্রী জেলা পাবলিক হেলথ নার্স ইসমাত জাহান লুভনা ব্যক্তিগত অর্থায়নে স্কুলের একাডেমিক ভবনের জন্যে তিন শতক ভূমি দান করেছেন।
গত ২৬ এপ্রিল শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবন নির্মাণের জন্যে তিন শতক জমির দলিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ জাকির হোসেন পাটোয়ারী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ্ বিএসসি'র নিকট হস্তান্তর করেন। বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ কলিম উল্ল্যাহ্ ভূইয়ার ছোট ছেলে, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ কমিটির সদস্য সচিব খাদ্য পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া সুমন ও তার স্ত্রী জেলা পাবলিক হেলথ নার্স ইসমাত জাহান লুভনা ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে তিন শতক জমি ক্রয়পূর্বক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্যে দান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনীয়ার মোঃ হেলাল উদ্দিন, উয়ারুক রহমানীয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়ামিন হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, ওয়ারুক মেডিল্যাব ফিজিওথেরাপি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর, বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।