প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
গত ২৭ এপ্রিল বিদ্যালয় মাঠে হাজীগঞ্জ উপজেলার মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানিক রঞ্জন সরকারের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক মোঃ তারেক আজিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুর রব মিজি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনিছুর রহমান জুয়েল, শিক্ষক মওদুদ আহাম্মেদ, মোঃ শরিফ উল্লাহ ও অভিভাবক হারুনুর রশিদ মিজি। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মোঃ শহিদ উল্লাহ পাটওয়ারী।