প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং সফলতা কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোঃ আবু ছাইদের সভাপ্রধানে বুধবার (২৬ এপ্রিল) বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মোঃ তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মোঃ জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহা, মোঃ মিজানুর রহমান, মোঃ শাহজাহান মুন্সী, অভিভাবক মোঃ মনির হোসেন ভূঁইয়া প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আল-আমিন রুম্মান, অমিত কুমার দাস, শাহরিয়ার মিজান জিসান, জারিন আনাস ও বিদায়ী মানপত্র পাঠ করেন শাহরিন জাহান মেগা এবং অধ্যয়নরতদের পক্ষে বক্তব্য রাখেন রুবাইয়াত ফেরদৌস, রাহমুন ফেরদৌস, এসএম মাহবুবুল মাওলা। বিদায়ী পরীক্ষার্থীদের সম্মানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন জান্নাতুল নাঈম ইকরা।
এর আগে একইদিন সকালে বিদ্যালয় মসজিদে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে খতম শেফা, মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মোঃ নাজমুস শাহাদাত।
শিক্ষার্থী নকিবুল হাসান ও সিদরাতুল মুনতাহার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করেন পরীক্ষার্থী রাফি আহমেদ ও গীতা পাঠ করেন মিঠুন চন্দ্র দে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, পরীক্ষার্থী, অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।