প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
![নওশাদ-সুমাইয়ার বিয়ে সম্পন্ন](/assets/news_photos/2023/04/28/image-32332.jpg)
পুরাণবাজার লোহারপুল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বরকন্দাজের ছেলে নওশাদ বরকন্দাজের শুভ বিবাহ অনুষ্ঠান ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে পুরাণবাজার বিয়েবাড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। হাইমচর উপজেলার আলগী দক্ষিণের ইউনিয়ন পশ্চিম চর কৃষ্ণপুর মনু মিয়া পাটোয়ারী বাড়ির বাবুল পাটোয়ারীর একমাত্র কন্যা সুমাইয়া আক্তারের সাথে পারিবারিক আয়োজনে এই বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়-স্বজনসহ আমন্ত্রিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছবিতে বর নওশাদ বরকন্দাজের সাথে তাঁর বাবা ও শ্বশুরসহ অন্যদের দেখা যাচ্ছে।