রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০

আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আমিরাবাদ গোলাম কিবরিয়া (জিকে) উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত করেন ছিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ও হযরত শাহজালাল জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ হারুনুর রশিদ। মিলাদ পরিচালনা করেন তালতলী জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ মোঃ সেকান্তর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন বেপারীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ কাজল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, অভিভাবক সদস্য মোঃ বিল্লাল হোসেন মোল্লা ও মোঃ কামাল হোসেন, এসএসসি পরীক্ষার্থী ও বিদায়ী ছাত্র রফিকুল ইসলাম, ছাত্রী জান্নাতুল ফেরদৌস ও নিঝুম সুলতানা।

মিলাদে অংশ নেন আব্দুস শুক্কুর জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ রুহুল আমিন, বিষ্ণুপুর গাউছিয়া জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আবু সূফিয়ান, ফাতেমা জাবেদ জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আনোয়ার হোসেন, বোরহানীয়া জামে মসজিদের খতিব মাওঃ আবু বকর জিহাদী, মধ্য মনোহরখাদী বাইতুর নূর জামে মসজিদের খতিব মাওঃ মোঃ সুলতান মাহমুদ, খেরুদিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন, মুন্সীরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ তাজুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন সিরাজী, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওঃ মোঃ সামছুদ্দিনসহ অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, ৩০ এপ্রিল সোমবার সারাদেশে একযোগে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। ওই পরীক্ষায় আমিরাবাদ গোলাম কিবরিয়া (জিকে) উচ্চ বিদ্যালয়ের ১০১ জন অংশ নিবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়