প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০
শাহরাস্তিতে অসহায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। টামটা দক্ষিণ ইউনিয়নের উত্তরপাড়া মিয়াজী সেন্টারে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ পাটোয়ারী ফাউন্ডেশনের আয়োজনে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
রোববার বিকেলে বীর মুক্তিযোদ্ধা কাজী শামসুল হকের সভাপ্রধানে ও সংগঠনের পরিচালক শওকত হোসেন রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংবাদিক ও নাট্যকার রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। বিশেষ অতিথি ছিলেন অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন পাটোয়ারী, গ্রীন টেলিভিশনের সম্পাদক সিহাব মাহমুদ, জাতীয় সংসদ ভবন মসজিদের পাঞ্জেগানা ইমাম মাওঃ এরশাদ আলম পাটোয়ারী, ব্যবসায়ী কাজী শিশির, ফজলে রাব্বি, নাসির মিয়াজী, রুবেল পাটোয়ারী ও টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড মেম্বার আঃ রাজ্জাক মিয়াজী, সংগঠনের সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান শুভ প্রমুখ। এছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ পাটোয়ারীর রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।