রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩, ০০:০০

দলের দুর্দিনে নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়-ইতিহাস তাই বলে
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার এখলাছপুরে ব্যক্তিগত তহবিল থেকে শাড়ি লুঙ্গি বিতরণ করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. শামসুল আলম।

২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার এখলাছপুর ইউপি ভবন সংলগ্ন মাঠে শাড়ি লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

চাঁদপুর বারের এপিপি অ্যাডঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ রুহুল আমিন সরকার ও মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাডঃ আক্তারুজ্জামান, গ্রীন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইউপি সদস্য শাহ আলম।

উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন মুকুল ও মফিজুল ইসলাম মুন্না, চাঁদপুর জেলা মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সালেহা আক্তার, উপজেলা যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্যাহ সরকার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান জনবান্ধব সরকার সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সবধরনের সহযোগিতা দিতে খুবই আন্তরিক। পাশাপাশি সমাজের বিত্তবানরা যে যার সামর্থানুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে যা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরো বলেন, এই মতলবের যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে কোনোক্রমেই যেনো মাদকের বিস্তার লাভ না করে সে দিকে পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে। তবে এ কাজ শুধু আইনশৃঙ্খলা বাহিনীরই কাজ তা নয়, এ কাজে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিকতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। তাই দলে বিভেদ থাকতেই পারে কিন্তু যারা বঙ্গবন্ধুর সংগঠন করে তারা বিভেদ ধরে রাখে না। নির্বাচন বা দলের দুর্দিনে আওয়ামী লীগের নেতারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় ইতিহাস তাই বলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়